বিজ্ঞান এখানে, বিজ্ঞান সেখানে, বিজ্ঞান সর্বস্থানে – তা সত্ত্বেও বিজ্ঞান কোনো কারণে মানুষের কাছে পৌঁছতে পারেনি। কেন পারেনি তা বিস্তর আলোচনার বিষয়, গবেষণার বিষয়। অনেকে বলেন, বিজ্ঞানকে মানুষের কাছে পৌঁছোতে দেওয়া হয় না। মাতৃভাষা যাদের একমাত্র সহায়, মাতৃভাষা যাদের একমাত্র ভরসা কিছু জানার জন্যে, কিছু বোঝার জন্যে, তাঁদের কাছে তো তাঁদের ভাষাতেই বিজ্ঞানকে পৌঁছে দেওয়া দরকার। কিন্তু বিভিন্ন কারণে তা হয়তো করা হয়নি।
প্রায় ৩০ কোটি জনতা বাংলা ভাষায় অন্তত কথা বলতে পারেন এই বিশ্বে, তা সত্ত্বেও বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক বইয়ের অভাব। যাও বা কিছু আছে, তার অধিকাংশেরই খোঁজ রাখেন না তাঁরা। কিন্তু কেন! কেউ কি চেষ্টা করেননি! করেছেন, তবে সংহত এবং যথাযথ কোনো পরিকল্পনা, সিস্টেমেটিকভাবে করা হয়েছে কিনা, সেই প্রশ্ন থেকেই যায়। সেই বিতর্কে আমরা যাবো না। এখানেই নির্ঝর প্রকাশনা এগিয়ে আসছে, অন্তত বাংলা ভাষায় বিজ্ঞানের বইয়ের যে শূন্যতা বিদ্যমান, তার আংশিক পরিপূরণের প্রচেষ্টায়।