আশীষ লাহিড়ী
খ্রিস্টধর্ম-কবলিত ইউরোপের তামস যুগে গ্রিক বিজ্ঞানের ঐতিহ্য বিনাযুদ্ধে নতি স্বীকার করেছিল। পরে ইসলামের বৈপ্লবিক সংস্পর্শে এসে ইউরোপে বিজ্ঞান অবশেষে জিতল। খ্রিস্টধর্মই তখন বিজ্ঞানের সঙ্গে আপোশ করবার জন্য উৎসুক হয়ে উঠল। অপরদিকে যে-ইসলাম ইউরোপকে নতুন করে বিজ্ঞান চেনাল, গত অন্তত আটশো বছর ধরে সেই ইসলামি কৃষ্টি-বলয়ে ধর্মই প্রভু, বিজ্ঞান পরাজিত। আর হিন্দু কৃষ্টি বলয়ে? সেখানে বিজ্ঞানের সঙ্গে ধর্মর কোনো জোরালো সংঘাতই কোনোদিন বাধেনি। ভারতের মহা-মহাবিজ্ঞানীরা অনায়াসেই অতি উচ্চমার্গের বিজ্ঞানচর্চার পাশাপাশি পদে পদে ধর্মের সঙ্গে আপোশ করে নিয়েছিলেন। ব্যতিক্রম কেবল আর্যভট। আজকের হিন্দুত্ববাদ-কবলিত উত্তর-ঔপনিবেশিক ভারতে সেই ধর্ম-বিজ্ঞান সহাবস্থানের ঐতিহ্য আরও শক্তিশালী হয়েছে। কেন এমন হয়? বিজ্ঞানের ইতিহাস মন্থন করে সেইসব প্রশ্নের তথ্যসমর্থিত উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই বইতে।
আশীষ লাহিড়ী (জন্ম ১৯৪৮)। বিজ্ঞানের ইতিহাস, বিজ্ঞানের দর্শন ও সাহিত্য বিষয়ে অনেকগুলি ইংরেজি ও বাংলা গ্রন্থের লেখক। এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়াম্স-এ বিজ্ঞানের ইতিহাস পড়িয়েছেন। বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতায় (আই আই এস ই আর) বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানের দর্শন বিষয়ে আমন্ত্রিত শিক্ষক। তিনি জে ডি বার্নাল-এর Science in History-র বঙ্গানুবাদের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি আনন্দ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পুরস্কারে ভূষিত হয়েছেন।
কিনুন অনলাইনে: কলেজস্ট্রিট অথবা হারিতবুকস