অর্থনীতির পথে

বাংলা ভাষায় অর্থনীতি নিয়ে লেখালেখির সূচনা দীর্ঘদিনের এবং ভবতোষ দত্ত সেখানে অবশ্যই একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। অর্থনীতি বিষয়ে লেখা মানেই যেখানে জটিল যুক্তি-তর্কের অবতারণা, ভবতোষ দত্তের লেখা সেখানে বারে বারে দেখিয়ে দেয় কী ভাবে সরল সাবলীল ভঙ্গিতে জটিল বিষয়কেও হাজির করা সম্ভব। ভারতীয় অর্থনীতি-চিন্তার ধারাবাহিক আলোচনা করতে বসে তিনি রাজা রামমোহন রায় থেকে একেবারে বিনয়কুমার সরকার পর্যন্ত মোট আটজন ভারতীয় মনীষীর অর্থনৈতিক ভাবনার বিশ্লেষণ করেছেন, যা কেবল অর্থনীতির পড়ুয়া নয় সমাজ বিজ্ঞানের সমস্ত শাখার আগ্রহী পাঠককে ঋদ্ধ করবে।
ভবতোষ দত্তের জন্ম ১৯১১ সালের ২১ শে ফেব্রুয়ারি। প্রেসিডেন্সি কলেজের প্রবাদপ্রতিম অর্থনীতির অধ্যাপক। ১৯৪৪ সালে প্রকাশিত ধনবিজ্ঞান নামক প্রথম বাংলা বইটিতে অ্যাডাম স্মিথ থেকে আলফ্রেড মার্শেল ও এ সি পিগুর তত্ত্বের সহজ ও সাবলীল ব্যখ্যা দেন ভবতোষ দত্ত।  

বঙ্গীয় অর্থনীতি পরিষদ তাঁকে নির্বাচিত করে প্রেসিডেন্ট হিসেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রদান করে সম্মানিক ডি লিট। ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় পদ্ম বিভূষণ। তাঁর আত্মজীবনী আট দশক বইটির জন্য পশ্চিমবঙ্গ সরকার দেয় রবীন্দ্র পুরস্কার। ১৯৯৭ সালের ১১ই জানুয়ারি কলকাতায় ভবতোষ দত্তের মৃত্যু হয়।