বিভা

জীবনানন্দ দাশ

জীবনানন্দ চারটি খাতায় লিখেছিলেন বিভা উপন্যাসের পাণ্ডুলিপি। এর আগে কখনই সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি ‘বিভা’-র মূলানুগ পাঠ। বর্তমান বইতে প্রথম খাতার ‘II: a story’ নামের অপ্রকাশিত অংশটি রাখা হয়েছে উপন্যাসের মুখড়া হিসেবে। ওই খাতার ‘III: a story’ শিরোনামে লেখা অংশটি থেকে শুরু হয়েছে বিভা উপন্যাসটি। এরপর র‍য়েছে দ্বিতীয় ও তৃতীয় খাতার মূলানুসারী পাঠ। তারপর যুক্ত হয়েছে এযাবৎ অপ্রকাশিত চতুর্থ খাতার সম্পূর্ণ অংশ অর্থাৎ উপন্যাসের শেষাংশটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অপ্রকাশিত শেষাংশটি ছাপায় প্রায় পঞ্চাশ পৃষ্ঠা।

বিভা উপন্যাসের অপ্রকাশিত অংশ প্রসঙ্গে

জীবনানন্দ চারটি খাতায় লিখেছিলেন বিভা উপন্যাসের পাণ্ডুলিপি। এর আগে কখনই সম্পূর্ণরূপে প্রকাশ পায়নি ‘বিভা’-র মূলানুগ পাঠ। বর্তমান বইতে প্রথম খাতার ‘II: a story’ নামের অপ্রকাশিত অংশটি রাখা হয়েছে উপন্যাসের মুখড়া হিসেবে। ওই খাতার ‘III: a story’ শিরোনামে লেখা অংশটি থেকে শুরু হয়েছে বিভা উপন্যাসটি। এরপর র‍য়েছে দ্বিতীয় ও তৃতীয় খাতার মূলানুসারী পাঠ। তারপর যুক্ত হয়েছে এযাবৎ অপ্রকাশিত চতুর্থ খাতার সম্পূর্ণ অংশ অর্থাৎ উপন্যাসের শেষাংশটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অপ্রকাশিত শেষাংশটি ছাপায় প্রায় পঞ্চাশ পৃষ্ঠা।